![ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/21/bandukjaddo_136167.jpg)
ময়মনসিংহ, ২১ এপ্রিল, এবিনিউজ :ময়মনসিংহের ফুলপুরে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
পুলিশের দাবি, তিনি ডাকাত দলের সদস্য।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, শুক্রবার রাতে গোপনে সংবাদের ভিত্তিতে আসামি ধরতে ফুলপুরের শাহাপাড়ায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে অজ্ঞাতপরিচয় এক ডাকাত গুলিবিদ্ধ হয়। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
এবিএন/সাদিক/জসিম