
ময়মনসিংহ, ২১ এপ্রিল, এবিনিউজ : ময়মনসিংহ শহরে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ৮টার দিকে নগরের কলেজ রোড রেলক্রসিং এলাকায় মোহাম্মদ বাবু (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
নিহত বাবু নগরীর কাঁচিজুলী মসজিদ রোডের রমজান আলীর ছেলে। বাবু বাসাবাড়িতে বৈদ্যুতিকের কাজ করতেন।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে নগরীর গোলাপজান রোডের গাঁজা বাবু নামের এক যুবক ও তার লোকজন মোহাম্মদ বাবুকে কুপিয়ে আহত করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করেন। এর কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এবিএন/মো: মঈন উদ্দিন রায়হান /সাদিক/জসিম