![আজকের দিনের ইতিহাস: ২১ এপ্রিল ২০১৮](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/21/ajker-itihash4_136194.jpg)
ঢাকা, ২১ এপ্রিল, এবিনিউজ : আজ ২১ এপ্রিল ২০১৮ এবং ০৮ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ শনিবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-
৮২৯ খ্রিস্টাব্দের এই দিনে এদিনে এগবার্ট ব্রিটেনের প্রথম রাজা হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন।
১০৭৩ খ্রিস্টাব্দের এই দিনে পোপ আলেকজান্ডারের মৃত্যু হয়।
১৫২৬ খ্রিস্টাব্দের এই দিনে মুঘল সম্রাট জহিরউদ্দিন মুহম্মদ বাবর পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদীকে পরাজিত করে ভারতবর্ষে মুঘল শাসনের সূচনা করেন।
১৮২৮ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের বিখ্যাত শিল্পী, সাহিত্যিক এবং ঐতিহাসিক হিপোলালিটি টেইনি ভোজিয়ার্সে জন্মগ্রহণ করেন।
১৮৮২ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী পার্স ব্রিজম্যানের জন্ম।
১৮৮৯ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী সুইস রসায়নবিদ পল কারেরের জন্ম।
১৮৯০ খ্রিস্টাব্দের এই দিনে শিল্প তত্ত্ববিশারদ প্রসন্নকুমার আচার্যর জন্ম।
১৯১০ খ্রিস্টাব্দের এই দিনে মার্ক টোয়েনের মৃত্যু হয়।
১৯২৬ খ্রিস্টাব্দের এই দিনে ১৭ ব্রুটন ষ্ট্রীট, লন্ডনে রানী দ্বিতীয় এলিজাবেথ জন্মগ্রহণ করেন।
১৯৩৮ খ্রিস্টাব্দের এই দিনে খ্যাতনামা উর্দু কবি ও দার্শনিক স্যার মুহম্মদ ইকবালের ইন্তেকাল।
১৯৪৪ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের নারীরা ভোট অধিকার অর্জন করে।
১৯৪৮ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকায় প্রথম পোলারাইজড ক্যামেরা বাণিজ্যিক ভাবে বিক্রি শুরু হয়।
১৯৫২ খ্রিস্টাব্দের এই দিনে লন্ডন ও রোমের মধ্যে বিমান চালনার মাধ্যমে বিশ্বের প্রথম জেট বিমান চলাচল শুরু হয়।
১৯৬১ খ্রিস্টাব্দের এই দিনে আলজেরিয়ায় ফরাসি সেনা বিদ্রোহ শুরু।
১৯৬২ খ্রিস্টাব্দের এই দিনে আলজেরিয়ায় ফরাসি সেনা বিদ্রোহ শুরু।
১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে নাসা থেকে প্রেরিত এ্যাপোলো ১৬ এর নভোচারী জন ওয়াটস ইয়াং চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেন।
১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে পাকিস্তান কমনওয়েলথের সদস্যপদ ত্যাগ করে।
১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের ফারাক্কা ব্যারেজ চালু
১৯৮১ খ্রিস্টাব্দের এই দিনে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) গঠন।
১৯৮৪ খ্রিস্টাব্দের এই দিনে সাংবাদিক ও সাহিত্যিক মোহাম্মদ মোদাব্বেরের ইন্তেকাল।
এবিএন/মাইকেল/জসিম/এমসি