শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ফুলবাড়ীতে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ৩

ফুলবাড়ীতে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ৩

ফুলবাড়ী (কুড়িগ্রাম), ২১ এপ্রিল, এবিনিউজ : কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ ও কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপÍরের পৃথক অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল ও আড়াই কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার আটকদের জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে ফুলবাড়ী থানার এএসআই একরামুল হকসহ পুলিশ সদস্যরা উপজেলার কুটিচন্দ্রখানা এলাকা থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ মুকুল মিয়া (৩৪)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। তিনি শিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকুটি গ্রামের খাঁজা মিয়ার ছেলে।

একই রাতে এসআই মহুবর রহমানসহ পুলিশের একটি দল উপজেলার গজেরকুটি এলাকা থেকে আড়াই কেজি গাঁজা সহ আব্দুল মজিদ (৩৫) নামের এক ব্যাক্তিকে আটক করেন। তিনি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার উত্তর পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

অন্যদিকে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার আজোয়াটারী এলাকা থেকে ২০ বোতল ফেন্সিডিলসহ এনামুল হক (৩৪)কে আটক করেন। এনামুল উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের আজিজার রহমানের ছেলে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এবিএন/বিশ্বনাথ রায়/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত