![খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার দাবি বিএনপির](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/22/bnp_136346.jpg)
ঢাকা, ২২ এপ্রিল, এবিনিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করে খালেদা জিয়াকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা।
রবিবার বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বের হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান।
নজরুল ইসলাম বলেন, ‘বিএনপি চেয়ারপারসন কারাগারে ভীষণ অসুস্থ। তার সঠিক চিকিৎসা হচ্ছে না। এ অবস্থায় আমরা দলের পক্ষ থেকে উদ্বিগ্ন। তার সুচিকিৎসার জন্য ব্যবস্থা নিতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছি। তার হাঁটুতে জরুরি এমআরআই করা প্রয়োজন বলে আমরা জানতে পেরেছি। আপনারা সবাই জানেন, ম্যাডামের হাঁটুতে বিশেষ ধাতব বস্তু বসানো রয়েছে। বাইরের সাধারণ এমআরআই যন্ত্র দিয়ে এর ভালো রিপোর্ট পাওয়া সম্ভব নয়। এ জন্য তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তির অনুরোধ করেছি। সেখানে এই বিশেষ মেশিনটি রয়েছে। এ ছাড়া আমাদের রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ যাতে বাধা না দেয় সে জন্যও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছি।
এ সময় খালেদা জিয়ার প্যারোলে মুক্তির দাবি জানিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বিষয়টি উড়িয়ে দিয়ে সাংবাদিকদের বলেন, ‘যারা এসব প্রশ্ন করেন, তারা বিশেষ উদ্দেশ্যে প্রশ্ন করেন।’
এর পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, তারা এসেছিলেন। ৩টি পয়েন্ট নিয়ে তারা কথা বলেছেন। তারা তাদের দলীয় চেয়ারপারসন কারান্তরীণ বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে ভর্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে আমরা বলেছি, খালেদা জিয়ার চিকিৎসার জন্য যা কিছু ব্যবস্থা দরকার জেলকোড অনুযায়ী ব্যবস্থা করবো। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে যা যা করা দরকার সব করা হবে।
বিএনপির অপর দুই দাবি সম্পর্কে তিনি বলেন, ২৫ এপ্রিল তারা একটি মানববন্ধন কর্মসূচি ও ১ মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের কর্মসূচি করতে চায়। এ দুটো কর্মসূচিতে যাতে সরকার কোনও ধরনের বাধার সৃষ্টি না করে সে জন্য তারা দাবি জানিয়েছেন। এ বিষয়ে তাদের জানিয়েছি, বিষয়টি পুলিশ কমিশনার দেখেন। তার কাছে এ বিষয়ে লিখিতভাবে আবেদন করলে তিনিই এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটলে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়।
এ ছাড়া খালেদা জিয়াকে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দেওয়ারে বিষয়ে সররকারের কোনও ভাবনা আছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জেনেছি ও দেখেছি, উনি তো আগে দেশে থেকেই চিকিৎসা নিয়েছেন। কাজেই উনাকে প্যারোলে বিদেশে পাঠানোর কোনো প্রয়োজন নেই। তবে উন্নত চিকিৎসার জন্যে জোল কোডের বিধান অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকেদের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে।’
এবিএন/সাদিক/জসিম