![আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে মাহমুদ স্বপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/22/shapon_136370.jpg)
ঢাকা, ২২ এপ্রিল, এবিনিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১৯ সদস্যের একটি দল ভারত সফরে যাওয়ায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
আজ রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধি দল ভারত সফরে যাওয়ার প্রাক্কালে স্বপনকে মৌখিকভাবে এই দায়িত্ব দেয়া হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমানে দেশের বাইরে রয়েছেন। ভারত সফরে ওবায়দুল কাদেরের সঙ্গে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবীর নানক। এ সফরে রয়েছেন দলের কয়েকজন সাংগঠনিক সম্পাদকসহ সিনিয়র নেতারা।
দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ড. দীপু মনিও সফরে লন্ডনে অবস্থান করছেন। এসব কারণেই সাংগঠনিক সম্পাদক সাঈদ আল মাহমুদ স্বপনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরও রয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শ্রী পিযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মো. মিজবাহউদ্দিন সিরাজ, আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণালকান্তি দাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নির্বাহী সদস্য মো. গোলাম কিবরিয়া রাব্বানী চিনু।
জানা গেছে, প্রতিনিধি দলকে বিদায় জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ একাধিক নেতা। এ সময় ওবায়দুল কাদের স্বপনের উদ্দেশে বলেন, আমাদের অবর্তমানে তুমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করো।
আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া না হলেও এ বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরে উপস্থিত দলটির একাধিক নেতা।
আবু সাঈদ আল মাহমুদ স্বপন টানা তৃতীয় বারের মতো আওয়ামী লীগের বর্তমান কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এবিএন/জনি/জসিম/জেডি