![বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন তারেক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/22/tareq_136435.jpg)
ঢাকা, ২২ এপ্রিল, এবিনিউজ : বাংলাদেশ হাইকমিশনে তারেক রহমান পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
গতকাল শনিবার লন্ডনে প্রধানমন্ত্রীকে দেয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
শাহরিয়ার আলম বলেন, ‘তারেক জিয়া বাংলাদেশের সবুজ পাসপোর্ট হাইকমিশনে জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন। সেই তারেক রহমান কিভাবে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে?’
উল্লেখ্য দীর্ঘ প্রায় ৯ বছর ধরে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে আছেন তারেক জিয়া। ১/১১-এর সময়ে রাজনীতি না করার মুচলেকা দিয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর থেকে লন্ডনে বসেই বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন।
সর্বশেষ দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া জেলে যাওয়ার পর থেকে ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের দায়িত্ব পালন করছেন তারেক রহমান।
এদিকে, আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, তারেক রহমানকে দেশে ফেরাতে আলোচনা চলছে। তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তি না থাকলেও পারস্পরিক আইনি চুক্তির মাধ্যমে তারেক রহমানকে দেশে ফেরানো হবে।
রবিবার, সিনিয়র সহকারী জজ এবং সম মর্যাদার বিচারিক কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৪১ রিফ্রেশার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘কিছু কিছু অপরাধের অপরাধীদের বন্দি বিনিময় চুক্তি না থাকলেও, আমরা দেশে ফেরত আনতে পারি। সেক্ষেত্রে মিউচ্যুয়াল লিগেল এ্যাসিস্টটেন্ট অ্যাক্ট প্রয়োজন, যা আমাদের দুই দেশেই আছে এবং এই আইন ইউনাটেড নেশনের ধার্যকৃত একটা আইন। এই আইন কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের দুই দেশের মধ্যে কো-অপারেশন আছে।’
এবিএন/জনি/জসিম/জেডি