![কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ৯ মামলার আসামি নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/23/bandukjaddo_136482.jpg)
কুমিল্লা, ২৩ এপ্রিল, এবিনিউজ : কুমিল্লার মুরাদনগরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত আলামিন (৩৫) নামে একজন নিহত হয়েছেন।
পুলিশের দাবি, আলামিন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ ৯টি মামলা রয়েছে।
রবিবার রাত দেড়টার দিকে মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের শুশুণ্ডা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত আলামিন মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মঞ্জুর আলম বলেন, আলামিন দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন উপজেলা ও সড়ক-মহাসড়কে ডাকাতি করে আসছিল। রবিবার রাতে শুশুণ্ডা এলাকায় আলামিন তার সহযোগীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি করে। একে পর্যায়ে ডাকাতরা পিছু হটলে আলামিনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে এসআই গোফরান ও কনস্টেবল শামীমসহ ৩ পুলিশ আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিসহ একটি পাইপগান, দুটি রামদা ও দুটি ছোড়া উদ্ধারের কথাও জানান তিনি।
এবিএন/সাদিক/জসিম