![রাজশাহীতে ‘আনসার আল ইসলামের’ ৩ সদস্য আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/23/rajshahi_136488.jpg)
রাজশাহী, ২৩ এপ্রিল, এবিনিউজ : রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৩ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে লিফলেট, সাংগঠনিক বই, সিমকার্ডসহ মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- পুঠিয়ার জামিরা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে রাজু আহম্মেদ (২৪), আকতার আলী ছেলে ফরহাদ হোসাইন (৩০) ও আক্কাছ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৬)।
র্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতরা সবাই আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। বেশ কিছু দিন ধরে পুঠিয়ার বিভিন্ন এলাকায় সংগঠনিক কর্মকাণ্ড চালাচ্ছিলেন তারা। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে বানেশ্বর বাজার থেকে প্রথমে রাজুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে জামিরা গ্রামে অভিযান চালিয়ে আটক করা হয় ফরহাদ ও জাহাঙ্গীরকে।
এবিএন/সাদিক/জসিম