ঢাকা, ২৩ এপ্রিল, এবিনিউজ : দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে ঢাকা দক্ষিণ বিএনপির বিক্ষোভ মিছিলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে কয়েকজনকে আটক করেছে।
আজ সোমবার বেলা দুইটার দিকে বায়তুল মোকাররম মসজিদের সামনের সড়কে এই ঘটনা ঘটে।
ঘটনার প্রতক্ষ্যদর্শীরা জানান, সোমবার দুপুর ২টার দিকে বায়তুল মোকাররম মসজিদের সামনের সড়কে মিছিল বের করে বিএনপি। এ সময় পুলিশ তাদের রাস্তা ছেড়ে মিছিল করতে বললে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পুরো এলাকা ঘিরে ফেলে।
এদিকে ইটের আঘাতে পুলিশের মতিঝিল জোনের এডিসি শিবলী নোমানসহ ছয় পুলিশ সদস্য আহত হন। পুলিশের একটি গাড়িও ভাঙচুর করে বিক্ষোভকারীরা।
মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।’
এবিএন/জনি/জসিম/জেডি