![তারেক জিয়া বীরের বেশে বাংলাদেশে ফিরবেন: বিএনপি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/23/bnp_136549.jpg)
চট্টগ্রাম, ২৩ এপ্রিল, এবিনিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণ তৈরি হয়ে রয়েছে কোন দিন তাঁরা ভোট দিতে পারবেন। উপযুক্ত সময়ে তাঁরা নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
আজ সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বিএনপির এক কর্মিসভায় কথাগুলো বলেন খন্দকার মোশাররফ।
খন্দকার মোশাররফ বলেন, বিএনপি জনগণের সঙ্গে আছে এবং থাকবে। ভালোয় ভালোয় সরকার জনগণের দাবি মেনে নিক। নইলে গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।
আজ চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে কর্মিসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেমের সঞ্চালনায় কেন্দ্রীয় ও নগর বিএনপি ছাড়াও তৃণমূলের নেতারা আন্দোলন-সংগ্রাম নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়া, দেশের গণতন্ত্র এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক সুতোয় গাঁথা। খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে সরকার মিথ্যা মামলায় কারাগারে ঢুকিয়েছে। দেশে যদি আইনের শাসন থাকত, তাহলে আপিলের মাধ্যমে উচ্চ আদালত থেকে খালেদা জিয়া মুক্তি পেতেন।
মোশাররফ হোসেন বলেন, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারের একটি নির্জন কক্ষে রাখা হয়েছে, যেখানে থাকা-খাওয়ার তেমন ভালো পরিবেশ নেই। খালেদা জিয়া আগে থেকেই অসুস্থ ছিলেন। সুচিকিৎসার করতে দেয়া হচ্ছে না। ইউনাইটেড হাসপাতালসহ দেশের যেকোনো উন্নত হাসপাতালে তাঁর চিকিৎসার সুযোগ দিতে হবে। খালেদা জিয়া এবং বিএনপিকে বাইরে রেখে দেশে কোনো নিরপেক্ষ, প্রতিনিধিত্বমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। জনগণ তা হতে দেবে না।
মোশাররফ হোসেন নেতা-কর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কিছু অনলাইন নিউজ পোর্টাল বিএনপি এবং আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু বিভ্রান্তিকর সংবাদ কেউ যেন বিশ্বাস না করে।
মোশাররফ হোসেন আরো বলেন, তারেক রহমানকে ফিরিয়ে আনতে নাকি আলোচনা চলছে। কিন্তু শেখ হাসিনা যেভাবে চান, সেভাবে নয়। তারেক জিয়া বীরের বেশে বাংলাদেশে ফিরবেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র এবং ‘গণতন্ত্রের মাতা’ যেখানে বন্দী, সেখানে নির্বাচনের প্রশ্ন কোত্থেকে আসে? খালেদা জিয়াকে মুক্তি এবং ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ (সমান মাঠ) তৈরি ছাড়া নির্বাচন হবে না।
খসরু আরও বলেন, ‘সাংবাদিকেরা আমাকে জিজ্ঞেস করেন বিএনপি নির্বাচনে যাবে কি না। কিন্তু বিএনপি জনগণের দল। নির্বাচন করতে বিএনপির প্রস্তুতি লাগে না। আমাদের নির্ভরশীলতা জনগণ। আওয়ামী লীগের অন্য জায়গায়। আওয়ামী লীগের বোঝা উচিত, বেগম জিয়াকে কারাগারে রেখে নির্বাচনের আয়োজন জনগণ বানচাল করে দেবে।’
এবিএন/মমিন/জসিম