![ভারতে ওবায়দুল কাদেরের সম্মানে নৈশ ভোজ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/23/quader_136568.jpg)
ঢাকা, ২৩ এপ্রিল, এবিনিউজ : ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী গতকাল বাংলাদেশ মিশনে ভারতে সফররত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং তার সফরসঙ্গীদের সম্মানে এক নৈশ ভোজ সভার আয়োজন করেন।
আজ সোমবার এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমানে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পর্টির (বিজেপি) আমন্ত্রণে তিনদিনের সফরে ভারতে অবস্থান করছেন। তিনি এই সফরে আওয়ামী লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। নৈশ ভোজ সভায় বর্তমানে বাংলাদেশে নিযুক্ত দিল্লী ভিত্তিক রাষ্ট্রদূতগণ, বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনারগণ , স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ যোগ দেন।
ওবায়দুল কাদের এর আগে তার সফরসঙ্গীদের নিয়ে দিল্লীর ইন্দ্রিরা গান্ধি আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছুলে বিজিপির সিনিয়র নেতা ও এমপিগণ তাদেরকে স্বাগত জানান।
প্রতিনিধি দলটি রাজঘাটে মহাত্মা গান্ধির স্মৃতিসৌধ পরিদর্শন করবেন এবং এ সময় ভারতের জাতির পিতার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
এবিএন/জনি/জসিম/জেডি