![শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: মোদি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/23/quader-modi_136581.jpg)
ঢাকা, ২৩ এপ্রিল, এবিনিউজ :বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেআর্থ- সামাজিক উন্নয়নে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে রয়েছ বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন দেশটিতে সফররত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার বিকেলে নয়া দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তরে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও সাহসী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদি বলেছেন, তিনি যেভাবে বাংলাদেশকে গড়তে চেয়েছিলেন, আজ তার কন্যা সেই পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
ভারত সফররত আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা সোমবার বিকালে নয়াদিল্লিতে মোদির বাসভবনে সাক্ষাত করতে গেলে ভারতীয় নেতা এসব কথা বলেন। সাক্ষাতে নেতৃত্ব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মোদির সাত নম্বর লোক কল্যাণ মার্গের বাসভবনে এই সাক্ষাতের পর ওবায়দুল কাদের দিল্লির পাঁচতারা ওবেরয় হোটেলে সাংবাদিকদের বলেন, 'বৈঠক অত্যন্ত ফলপ্রসূ এবং ইতিবাচক হয়েছে।' তিনি এর বেশি মন্তব্য করতে রাজি হননি।
বৈঠকে ভারতের পক্ষেও অত্যন্ত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ছিলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, পররাষ্ট্রসচিব বিজয় কেশব গোখলে এ সময় উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্য ছাড়াও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলীও বৈঠকে যোগ দেন।
সরকারি সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রোহঙ্গা সংকট এবং নিরাপত্তা ইস্যুতে আলোচনা হয়। এ সময় মোদি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশের কত উন্নতি হচ্ছে। সেই জায়গায় পাকিস্তানের অধঃপতন হয়েছে।
ওবায়দুল কাদের তিস্তার পানি বণ্টন চুক্তির অগ্রগতি জানতে চাইলে মোদি বলেন, 'আমি আপ্রাণ চেষ্টা করছি।'
রোহিঙ্গা সংকট বিষয়ে মোদি বলেন, এই বিষয়ে বাংলাদেশের অবস্থানের সঙ্গে ভারত সরকার সহমত পোষণ করে। ভারতও চায় এই সমস্যার দ্রুত সমাধান।
আধা ঘণ্টারও বেশি সময় বৈঠক শেষে মোদি আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং তাদের সঙ্গে ছবি তোলেন।
এর আগে রবিবার ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল নয়াদিল্লীতে পৌঁছান।
ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, দলের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিজবাহউদ্দিন সিরাজ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মো. গোলাম কিবরিয়া রাব্বানী চিনু।
আজ সোমবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন তারা। পরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শেষে নৈশভোজে অংশে নেবেন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা। এই প্রতিনিধি দল মহাত্মা গান্ধী মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন করবেন।
এদিন সকালে ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পার্লামেন্ট অধিবেশন পরিদর্শন করে প্রতিনিধি দলটি। পরে ভারতীয় জনতা পার্টির নেতা এম জে আকবরের দেয়া মধ্যাহ্নভোজে অংশ গ্রহণ শেষে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা।
এবিএন/মমিন/জসিম/জনি