![আজকের দিনের ইতিহাস: ২৪ এপ্রিল ২০১৮](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/24/ajker-itihash3_136631.jpg)
ঢাকা, ২৪ এপ্রিল, এবিনিউজ : আজ ২৪ এপ্রিল ২০১৮ এবং ১১ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ মঙ্গলবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-
খাপড়া ওয়ার্ড শহীদ দিবস আজ
১০৬১ খ্রিস্টাব্দের এই দিনে ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়।
১১৮৫ খ্রিস্টাব্দের এই দিনে জাপানের সম্রাট আনটকু টায়রার মৃত্যু।
১২৭১ খ্রিস্টাব্দের এই দিনে ভ্যানেশীয় বিখ্যাত পর্যটক ও ব্যবসায়ী মার্কোপোলো তার ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন ।
১৫২৫ খ্রিস্টাব্দের এই দিনে জৈনধর্মের প্রবর্তক মহাবীরের মৃত্যু।
১৫৫৮ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের যুবরাজ ফ্রাঙ্কোইস মেরি স্টুয়ার্টকে বিয়ে করেন।
১৭১৮ খ্রিস্টাব্দের এই দিনে আইরিশ বংশোদ্ভূত চিত্রকর নাথানিয়েল হনের জন্ম।
১৭৪৩ খ্রিস্টাব্দের এই দিনে শক্তিচালিত তাঁত কারখানার উদ্ভাবক এডমন্ড কার্টরাইটের জন্ম।
১৭৬২ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়া ও প্রুশিয়া শান্তিচুক্তি করে।
১৮০০ খ্রিস্টাব্দের এই দিনে লাইব্রেরি অব কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়।
১৮৯৮ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পেন যুদ্ধ ঘোষণা করে।
১৯০৫ খ্রিস্টাব্দের এই দিনে পুলিৎজারপ্রাপ্ত মার্কিন ঔপন্যাসিক রবার্ট পেন ওয়ারনের জন্ম।
১৯১২ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ শাসিত আয়ারল্যান্ড স্বাধীনতার দাবীতে এবং সেদেশে ইংরেজদের আধিপত্যবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে ।
১৯১৬ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডের গণ-অভ্যুত্থান শুরু।
১৯২৬ খ্রিস্টাব্দের এই দিনে যক্ষার ভ্যাকসিন বিসিজি আবিষ্কার হয় ।
১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে সাবেক সোভিয়েত সেনাবাহিনী বার্লিনে প্রবেশ করে।
১৯৫৪ খ্রিস্টাব্দের এই দিনে রাজশাহীর কারাগারের খাপড়া ওয়ার্ডে নির্বিচারে গুলি চালিয়ে কম্পরাম সিং, আনোয়ার হোসেন প্রমুখ ৭ জন রাজবন্দীকে হত্যা করা হয়।
১৯৫৫ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম বান্দুং সম্মেলন সমাপ্ত হয়।
১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে গাম্বিয়া প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষিত হয়।
১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে চিত্রশিল্পী যামিনী রায়ের পরলোকগমন।
১৯৮০ খ্রিস্টাব্দের এই দিনে কিউবান কথাসাহিত্যিক আলেহে কার্পোন্তিয়ের মৃত্যু।
২০০০ খ্রিস্টাব্দের এই দিনে সঙ্গীত পরিচালক সমর দাস মৃত্যুবরণ করেন।
২০০৬ খ্রিস্টাব্দের এই দিনে মানবাধিকারকর্মী নাসরিন হকের মৃত্যু।
এবিএন/জসিম/নির্ঝর