বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আজকের দিনের ইতিহাস: ২৪ এপ্রিল ২০১৮

আজকের দিনের ইতিহাস: ২৪ এপ্রিল ২০১৮

ঢাকা, ২৪ এপ্রিল, এবিনিউজ : আজ ২৪ এপ্রিল ২০১৮ এবং ১১ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ মঙ্গলবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

খাপড়া ওয়ার্ড শহীদ দিবস আজ

  • ১০৬১ খ্রিস্টাব্দের এই দিনে ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়।

  • ১১৮৫ খ্রিস্টাব্দের এই দিনে জাপানের সম্রাট আনটকু টায়রার মৃত্যু।

  • ১২৭১ খ্রিস্টাব্দের এই দিনে ভ্যানেশীয় বিখ্যাত পর্যটক ও ব্যবসায়ী মার্কোপোলো তার ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন ।

  • ১৫২৫ খ্রিস্টাব্দের এই দিনে জৈনধর্মের প্রবর্তক মহাবীরের মৃত্যু।

  • ১৫৫৮ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সের যুবরাজ ফ্রাঙ্কোইস মেরি স্টুয়ার্টকে বিয়ে করেন।

  • ১৭১৮ খ্রিস্টাব্দের এই দিনে আইরিশ বংশোদ্ভূত চিত্রকর নাথানিয়েল হনের জন্ম।

  • ১৭৪৩ খ্রিস্টাব্দের এই দিনে শক্তিচালিত তাঁত কারখানার উদ্ভাবক এডমন্ড কার্টরাইটের জন্ম।

  • ১৭৬২ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়া ও প্রুশিয়া শান্তিচুক্তি করে।

  • ১৮০০ খ্রিস্টাব্দের এই দিনে লাইব্রেরি অব কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়।

  • ১৮৯৮ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পেন যুদ্ধ ঘোষণা করে।

  • ১৯০৫ খ্রিস্টাব্দের এই দিনে পুলিৎজারপ্রাপ্ত মার্কিন ঔপন্যাসিক রবার্ট পেন ওয়ারনের জন্ম।

  • ১৯১২ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ শাসিত আয়ারল্যান্ড স্বাধীনতার দাবীতে এবং সেদেশে ইংরেজদের আধিপত্যবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে ।

  • ১৯১৬ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডের গণ-অভ্যুত্থান শুরু।

  • ১৯২৬ খ্রিস্টাব্দের এই দিনে যক্ষার ভ্যাকসিন বিসিজি আবিষ্কার হয় ।

  • ১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে সাবেক সোভিয়েত সেনাবাহিনী বার্লিনে প্রবেশ করে।

  • ১৯৫৪ খ্রিস্টাব্দের এই দিনে রাজশাহীর কারাগারের খাপড়া ওয়ার্ডে নির্বিচারে গুলি চালিয়ে কম্পরাম সিং, আনোয়ার হোসেন প্রমুখ ৭ জন রাজবন্দীকে হত্যা করা হয়।

  • ১৯৫৫ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম বান্দুং সম্মেলন সমাপ্ত হয়।

  • ১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে গাম্বিয়া প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষিত হয়।

  • ১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে চিত্রশিল্পী যামিনী রায়ের পরলোকগমন।

  • ১৯৮০ খ্রিস্টাব্দের এই দিনে কিউবান কথাসাহিত্যিক আলেহে কার্পোন্তিয়ের মৃত্যু।

  • ২০০০ খ্রিস্টাব্দের এই দিনে সঙ্গীত পরিচালক সমর দাস মৃত্যুবরণ করেন।

  • ২০০৬ খ্রিস্টাব্দের এই দিনে মানবাধিকারকর্মী নাসরিন হকের মৃত্যু।

এবিএন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত