বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে পরিবারের ৫ সদস্য

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে পরিবারের ৫ সদস্য

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে পরিবারের ৫ সদস্য

ঢাকা, ২৪ এপ্রিল, এবিনিউজ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সঙ্গে দেখা করতে নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে গিয়েছেন পরিবারের ৫ সদস্য। কারাগারে গেছেন - খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, ভাতিজি শাহিনা জামান, ভাজিতা অভিক ইস্কান্দার, ভাগ্নি বেবি ইসলাম ও ভাগ্নে মো. মামুন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা নাগাদ তারা কারাগারের ভেতরে প্রবেশ করেন বলে কারাসূত্র জানিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে যান। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় কারা ফটক থেকে ফিরে যান তারা।

এসময় মির্জা ফখরুল বলেন, গত মঙ্গলবার দেখা করার অনুমতি ছিলো। সেদিন দেখা না করে বৃহস্পতিবার দেখা করার জন্য গিয়েছিলাম। কিন্তু কারা কর্তৃপক্ষ দেখা করার অনুমতি দেয়নি। তারা বলেছে আইজি প্রিজন তার অফিসে উপস্থিত না থাকায় তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

এবিএন/ মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত