![ভুলের বিষয়ে যুক্তরাজ্যকে জিজ্ঞাস করুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/24/sahriar_136701.jpg)
ঢাকা, ২৪ এপ্রিল, এবিনিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্ট জমা দেয়া সংক্রান্ত দেখানো আবেদনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ১৩ ভুলের অভিযোগ তুলেছেন সেই ভুলের বিষয়ে জানতে ইউকে হোম অফিসকে জিজ্ঞাস করতে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আজ মঙ্গলবার বেলা পৌনে ৩ টার দিকে নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে কমেন্ট করে ভুলের বিষয়ে একজন জানতে চাইলে- তিনি জবাবে এ কথা বলেন।
ফেসবুকে দেয়া স্ট্যাটাসে শাহরিয়ার আলম বলেন, ‘রিজভী সাহেব চ্যালেঞ্জ দিয়েছিলেন ফিরিয়ে দেয়া পাসপোর্ট থাকলে তা দেখাতে। গতকাল তা মিডিয়ায় দেখিয়ে উল্টো চ্যালেঞ্জ দিয়েছিলাম, তাদের পরিবারের পাসপোর্ট ফেরত দেয়া না হলে তারা দেখাক অথবা মেয়াদ বৃদ্ধির আবেদন করলে তাও প্রমাণ সহ বলুক।
তিনি বলেন, ‘আজকে তারা পিছুটান দিয়ে মির্জা ফখরুল সাহেবকে দিয়ে স্বীকার করেছেন যে তারেক রহমান পাসপোর্ট জমা দিয়েছেন! এবং এটাও বলেছেন তিনি সাময়িকভাবে বিদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন!!! যে তথ্য আমি ২০১৫ এবং ২০১৭ তেও প্রকাশ করেছি তা নিয়ে শুধু শুধু ঘাটাঘাটি করতে গিয়ে তারা নিজেরাই আরও ঝামেলায় পড়েছেন।
সকলেই আশাকরি জানেন এবং বোঝেন যে রাজনৈতিক আশ্রয় নিতে হলে অন্যদেশের নাগরিকত্ব পরিহার করতে হয়, সাময়িক হলেও। কারণ রাজনৈতিক আশ্রয়ের মূল যুক্তিই দেয়া হয় যে আপনার দেশে আপনার স্থান নেই। পাসপোর্ট ফেরত দেয়ার মূল কারণ এবার বোঝা গেলো।
আমাদের মূল প্রশ্নটি হলো যে নিজের অবস্থান জনগনের কাছে পরিষ্কার করেনা বা সংকোচ বোধ করে তার কোন নৈতিক অধিকার থাকেনা রাজনীতি করার, দলের সাময়িক প্রধান তো দূরের কথা। এরপর, সৈকত হোসাইন নামে একজন জানতে চান- এত ভুল কেন তাহলে।
জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সেটা ইউকে হোম অফিসকে জিজ্ঞাস করেন। এই চিঠিতো আমরা লিখিনি। আর ফখরুল সাহেবতো বললেন আজকে পাসপোর্ট ফেরত দেয়া হেেয়েছ, সেখানে চিঠির ভুল ধরে কি করবেন।
এবিএন/ মমিন/জসিম