![গাজীপুর সিটি নির্বাচনে প্রচারণার জন্য বিএনপির ৫৭ কমিটি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/24/bnp_136738.jpg)
ঢাকা, ২৪ এপ্রিল, এবিনিউজ : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারের জন্য কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ৫৭টি ওয়ার্ডে ৫৭টি কমিটি গঠন করেছে বিএনপি।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গাজীপুর সিটি নির্বাচন নিয়ে কেন্দ্রীয় নেতাদের বৈঠক শেষে মঙ্গলবার সন্ধ্যায় সময় সংবাদকে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এসময় গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
খন্দকার মোশাররফ বলেন, 'কেন্দ্রীয় কমিটির বিভিন্ন টিম, আমরা প্রচারণায় যাবো। আমরা কিভাবে কাজ করবো সে বিষয় নিয়ে আজ বৈঠক করেছি। গাজীপুরের নির্বাচন আমরা সুষ্ঠু, নিরপেক্ষ দেখতে চাই। জনগণ যাতে নিজের হাতে ভোট দিতে পারে সেটা আমরা প্রত্যাশা করি।'
এবিএন/ মমিন/জসিম