
ঢাকা, ২৫ এপ্রিল, এবিনিউজ : সম্প্রতি সংঘটিত ৫টি ব্যাংকের কার্ড জালিয়াতি চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট।
এ সময় তার কাছ থেকে কয়েক হাজার ক্লোন কার্ড এবং বিপুল পরিমাণ কার্ড তৈরির সামগ্রী জব্দ করা হয়।
সিআইডির এএসপি (মিডিয়া) শারমিন জাহান জানান, আজ বেলা সাড়ে ১১টায় সিআইডির নতুন ভবনে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
গত ১০ মার্চ ক্লোন কার্ড দিয়ে ঢাকার ৫টি ব্যাংকের অর্ধশত গ্রাহকের প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেয় একটি চক্র। বিভিন্ন ব্যাংকের এটিএম ও পয়েন্ট অব সেলস (পিওএস) থেকে ওই অর্থ তুলে নেওয়া হয়। পরে গ্রাহকদের অভিযোগ পেয়ে ব্যাংকগুলো নিশ্চিত হয় এবং পুলিশ তদন্ত শুরু করে।
এবিএন/সাদিক/জসিম