বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বেলাল চৌধুরীর মৃত্যুতে বাংলা একাডেমির শোক প্রকাশ

বেলাল চৌধুরীর মৃত্যুতে বাংলা একাডেমির শোক প্রকাশ

ঢাকা, ২৫ এপ্রিল, এবিনিউজ : বাংলাদেশের অন্যতম প্রধান কবি, বাংলা একাডেমির সম্মানিত ফেলো বেলাল চৌধুরীর মৃত্যুতে বাংলা একাডেমি গভীর শোক প্রকাশ করছে।

একাধারে কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও সাংবাদিক বেলাল চৌধুরী ছাত্র অবস্থায় জড়িয়ে পড়েন রাজনীতিতে, ১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলনে যোগ দিয়ে কারাগারেও যান।

বাংলাদেশের কাব্যসাহিত্যে অনন্য অবদান রেখেছেন বেলাল চৌধুরী। কবিতা, গদ্য, অনুবাদ, সম্পাদনা, শিশুসাহিত্য মিলিয়ে তাঁর গ্রন্থসংখ্যা পঞ্চাশের বেশি। সম্পাদনা করেছেন দুই বাংলার বেশ কয়েকটি স্বনামধন্য পত্রিকা। তিনি একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন।

সদ্যপ্রয়াত কবি বেলাল চৌধুরীর মৃত্যুতে বাংলা একাডেমি গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত