![বিএনপি নেতাকর্মীরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন : স্বাস্থ্যমন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/25/nasim@abnews_136830.jpg)
ঢাকা, ২৫ এপ্রিল, এবিনিউজ : খালেদা জিয়ার জামিন দেবে হাইকোর্ট জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আমরাও চাই খালেদা জিয়া দ্রুত মুক্তি পাক এবং নির্বাচনে অংশগ্রহণ করুক। এতে করে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের নেত্রী যখন জেলে ছিলেন তখন আমরা সারাদেশে আন্দোলন গড়ে তুলেছিলাম। আর বিএনপি'র নেত্রী জেলে থাকা অবস্থায় তার দলের নেতাকর্মীরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার জামিন দেবে হাইকোর্ট। সেখানে তো আমাদের হাত নেই। কিন্তু বিএনপি বারবার আমাদের দোষারোপ করে যাচ্ছে।
আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে ২১ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা জনগণ ছাড়া কাউকে ভয় পাই না। কারণ ভোট জনগণই দেবে। তিনি বলেন, ডাক্তারের ধর্ম রোগীর চিকিৎসা করা। ডাক্তারদের আরো বেশি সচেতন ও সতর্ক থাকতে হবে। ঢামেকের জীবিত শিশু মৃত ঘোষণার মতো অনাকাঙ্খিত ঘটনা যেন আর না ঘটে। কেননা এতে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে।
এবিএন/মমিন/জসিম