মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • সিনহার অ্যাকাউন্টে ৪ কোটি টাকা জমা: দু’জনকে দুদকে তলব

সিনহার অ্যাকাউন্টে ৪ কোটি টাকা জমা: দু’জনকে দুদকে তলব

সিনহার অ্যাকাউন্টে ৪ কোটি টাকা জমা: দু’জনকে দুদকে তলব

ঢাকা, ২৫ এপ্রিল, এবিনিউজ : ফারমার্স ব্যাংক থেকে চার কোটি উত্তোলন করে অবৈধভাবে আত্মসাৎ করার অভিযোগে দুই ব্যবসায়ীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৬ মে তাদেরকে দুদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

বুধবার দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, ভুয়া কাগজপত্র দেখিয়ে ফারমার্স ব্যাংক থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে পরে ওই টাকা ‘রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি’র ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।

সূত্র জানিয়েছে, গুরুত্বপূর্ণ ওই ব্যক্তি হলেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা।

এবিষয়ে জানতে চাইলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, “ফারমার্স ব্যাংক থেকে ব্যবসায়ী নিরঞ্জন চন্দ্র সাহা এবং মোহাম্মদ শাহজাহান ভুয়া কাগজপত্র দেখিয়ে একই দিনে প্রত্যেকেই দুই কোটি করে চার কোটি টাকা উত্তোলন করে একই দিনে পে অর্ডারের মাধ্যমে ‘রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি’র অ্যাকাউন্টে জমা দেন। গুরুত্বপূর্ণ ব্যক্তির অ্যাকাউন্ট থেকে একই দিনে টাকা তুলে আত্মসাৎ করা হয়।”

তিনি আরো বলেন, এই অভিযোগে তাদেরকে আগামী ৬ মে তলব করেছে দুদক। এই অভিযোগ তদন্তের জন্য সৈয়দ ইকবাল হোসেন তাদেরকে তলব করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘এবিষয়ে এখনই কিছু বলা না গেলেও তদন্তের মাধ্যমে জানা যাবে, কার অ্যাকাউন্টে জমা হয়েছিল চার কোটি টাকা। সাধারণত হঠাৎ ব্যাংকে অস্বাভাবিক লেনদেন হলে দুদক আইনে সেটা মানি লন্ডারিং গণ্য হয়ে থাকে। এই টাকা আত্মসাৎ করায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদেরকে তলব করা হয়েছে। ঘটনাটি ২০১৬ সালের দিকে ঘটে।’

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত