শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • অপরাধ
  • কালীগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কালীগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কালীগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ, ২৫ এপ্রিল, এবিনিউজ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রাম থেকে ৩ কেজি গাঁজাসহ শেখ মোহাম্মদ জালাল উদ্দিন (৫৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।

আজ বুধবার দুপুরে ওই গ্রামের পশ্চিমপাড়া মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জালাল উদ্দিন জেলার মহেশপুর উপজেলা ছয়ঘড়িয়া গ্রামের মৃত সামছুল হকের ছেলে।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার খোদাদাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার জানতে পারে কালীগঞ্জের কাশিপুর গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শেখ মোহাম্মদ জালাল উদ্দিনকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩ কেজি গাঁজা। আটককৃত জালাল উদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় র‌্যাব। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

এবিএন/যবনিকা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত