বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • বন্দরে দেনাদারের স্বজনদের হামলায় পাওনাদারসহ আহত ২

বন্দরে দেনাদারের স্বজনদের হামলায় পাওনাদারসহ আহত ২

বন্দরে দেনাদারের স্বজনদের হামলায় পাওনাদারসহ আহত ২

বন্দর (নারায়ণগঞ্জ), ২৫ এপ্রিল, এবিনিউজ : বুধবার সকাল ৯টায় বন্দরের র্কোটপাড়া এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দেনাদারসহ তার আত্মীয় স্বজনদের হামলায় পাওনাদার মামুন (৩৫) ও তার খালা ওমেলা বেগম (৫০) মারাত্মকভাবে আহত হয়েছেস্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

এ ব্যাপারে পাওনাদার মামুন বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে দেনাদার মালেকসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

জানা গেছে, ৪ মাস পূর্বে বন্দর থানার র্কোটপাড়া এলাকার মোস্তফা মিয়ার ছেলে মামুন মিয়ার কাছ থেকে ৩০ হাজার টাকা ধার নেয় র্দীঘ দিন ধরে দেই দিচ্ছি বলে তালবাহান করে একই এলাকার মালেক মিয়া।

আজ বুধবার সকালে পাওনাদার মামুন মিয়া দেনাদার মালেক মিয়ার নিকট পাওনা টাকা চাইলে ওই সময় পাওনাদার ও দেনাদারের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে দেনাদার মালেক মিয়া ও তার সন্ত্রাসী ২ ছেলে মুন্না ও রহমানসহ অজ্ঞাত ২/৩ মিলে পাওনাদার মামুনকে বেদম পিটিয়ে আহত করে।

আহতের চিৎকারের শব্দ পেয়ে তার খালা ওমেলা বেগম তাকে বাঁচাতে এগিয়ে আসলে ওই সময় হামলাকারিরা তাকে পিটিয়ে আহত করে।

এ ব্যাপারে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত