![মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/26/bandukjaddo_136911.jpg)
মুন্সীগঞ্জ, ২৬ এপ্রিল, এবিনিউজ : মুন্সীগঞ্জ সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার এক আসামি নিহত হয়েছে। তার নাম সাইফুল ইসলাম আরিফ (৩৬) ওরফে বাবা আরিফ।
উপজেলার কাটাখালী হায়দ্রাবাদ গ্রামে বুধবার রাত আড়াইটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত আরিফ মুন্সীগঞ্জ সদরের মিরেশ্বরাই গ্রামের জুলহাস ব্যাপারীর ছেলে।
মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসাইন বলেন, বুধবার রাত ১০টার দিকে সদরের দুর্গাবাড়ি গ্রাম থেকে ১১০টি ইয়াবাসহ আরিফকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে আরিফের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে। গোলাগুলির সময় আরিফ আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এ ঘটনায় এসআই আসলাম ও এএসআই কালাম আহত হলে তাদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাস্থল থেকে গুলি ভর্তি একটি পিস্তল ও দুটি রামদা উদ্ধার করেছে।
এবিএন/সাদিক/জসিম