বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সিলেটে প্রতিপক্ষের হামলায় নিহত ১

সিলেটে প্রতিপক্ষের হামলায় নিহত ১

সিলেট, ২৬ এপ্রিল, এবিনিউজ : সিলেটের কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ফারুক আহমদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে

নিহত ফারুক ওই এলাকার মাসুদ আহমদের ছেলে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ বলেন, গ্রামের জমি নিয়ে স্থানীয় ফরিদ আহমদের সঙ্গে একই গ্রামের ফখরুল ইসলামের বিরোধ চলছিল। সকালে ওই জমিতে ফখরুল ও তার লোকজন কলাগাছ রোপণ করতে গেলে ফারুকের অনুসারীদের সঙ্গে কথা তাদের কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ফখরুলের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে ফরিদের অনুসারী ফারুক আহত হন।তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ফখরুলকে আটক করা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত