শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • দেশরত্ন শেখ হাসিনার বরাবর জবি ছাত্রলীগের খোলা চিঠি

দেশরত্ন শেখ হাসিনার বরাবর জবি ছাত্রলীগের খোলা চিঠি

দেশরত্ন শেখ হাসিনার বরাবর জবি ছাত্রলীগের খোলা চিঠি

ঢাকা, ২৬ এপ্রিল, এবিনিউজ :

মাননীয় নেত্রী,

আসসালামু আলাইকুম। বাংলাদেশ ছাত্রলীগের আসন্ন সম্মেলনকে ঘিরে অন্যান্য ইউনিটের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগও উচ্ছ্বসিত। আমরা আশাবাদী আসন্ন কাউন্সিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে সঠিক মূল্যায়ন করা হবে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ এর ৬ দফা, ১৯৬৯ এর গণ-অভ্যুথানসহ সকল অধিকার আদায়ের আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গৌরবোজ্জল ইতিহাস। ‘বঙ্গবন্ধু’ তার অসমাপ্ত আত্মজীবনীতে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর গৌরবগাঁথা, সোনালি অতীত এর কথা তুলে ধরেছেন।

বাংলাদেশ আওয়ামী লীগ এর দুঃসময়েই এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগই অতীতে অগ্রণী ভূমিকা পালন করেছে। বিগত ৫ জানুয়ারির নির্বাচন, ৫ মে হেফাজতের তান্ডবের সময়েও আন্দোলন সংগ্রামের আতুরঘর নামে বহুল পরিচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সক্রিয় ভূমিকা ছিলো। যেখানে অন্যান্য ইউনিটগুলো চোখে পড়ার মতো সক্রিয় ছিলো না।

কিন্তু দুঃসময়ে বারবার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও বিভিন্ন অজুহাতের মারপ্যাঁচে অবহেলিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। দুর্দিনে নেতৃত্ব দিয়ে কারাবরণ করেছেন নজরুল ইসলাম বাবু ভাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যিনিই একমাত্র বাংলাদেশ ছাত্রলীগকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন। এরপর থেকে শুধুই অবহেলিত আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

নেতৃত্বদানের যোগ্যতা থাকা সত্ত্বেও অনেককে যথাযথ মূল্যায়ন করা না হলেও বিভিন্ন জায়গায় উনারাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে মেলে ধরেছেন বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে আস্থার প্রতিদান দিয়ে। যাদের মাঝে আমাদের অর্জন সরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল ভাই, স্বাস্থ্যমন্ত্রী নাসিম ভাই, নজিবুল্লাহ হিরু ভাই, শাহে আলম মুরাদ ভাই, রাজু ভাই প্রমুখ ব্যক্তিবর্গ।

বাংলাদেশ ছাত্রলীগ একমেরু কেন্দ্রিক হয়ে পড়ার কারণে সারা বাংলাদেশের অন্যান্য ইউনিটগুলো নিস্তেজ হয়ে যাচ্ছে। এনামুল হক শামীম ভাই, লিয়াকত শিকদার ভাই, নজরুল ইসলাম বাবু ভাই বাহিরের ইউনিটের হওয়া সত্ত্বেও নেতৃত্বদানে ছিলেন নির্ভিক, আপোষহীন। বাংলাদেশ ছাত্রলীগকে চাঙ্গা রাখার জন্য, সক্রিয়তা বৃদ্ধির জন্য এর কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য বাহিরের ইউনিটগুলোর প্রতি সুনজর বৃদ্ধি করা উচিত বলে মনে করি।

একমেরুকেন্দ্রিক রাজনীতির ফলাফল বিগত কোটা সংস্কার আন্দোলনের সময়ও দেখা গেছে। যেখানে কেন্দ্র থেকে শুরু করে বাংলাদেশের সকল ইউনিট শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ সেখানে একমাত্র সফল ইউনিট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। অতীতের মতো এবারো পরীক্ষায় শতভাগ সফল হয়েছে আমার প্রাণের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। পুরান ঢাকায় সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে রাস্তা ফাঁকা করে দিয়েছে দুর্দিনের এই ইউনিটটি।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অবহেলিত কর্মীদের প্রাণের দাবি, অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাস, রাজপথে ত্যাগ-তিথিক্ষার কথা বিবেচনা করে বাংলাদেশ ছাত্রলীগের আগামী কাউন্সিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একজন নেতা নির্বাচন করা হোক।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

এবিএন/মোস্তাকিম ফারুকী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত