বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ছাত্রলীগ নেতা সোহাগ

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ছাত্রলীগ নেতা সোহাগ

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ছাত্রলীগ নেতা সোহাগ

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া), ২৬ এপ্রিল, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ আহমেদের উপর অর্তকিত হামলার শিকার হয়ে গুরুতর অবস্থায় ঢাকায় পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

জানা যায়, গত ২৪ এপ্রিল (মঙ্গলবার) রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের পীর মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে বলে মামলার তথ্য সূত্রে জানা গেছে।

মামলা সূত্রে আরো জানা যায়, গত ২০ এপ্রিল বিকেলে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের আওয়ামী যুবলীগের কর্মি সভার প্রস্তুতি মিটিং শেষে সিঙ্গারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে বঙ্গবন্ধুর নাম নিয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্লোগান নিয়ে সিঙ্গারবিল বাজারের দিকে যায় এ স্লোগান মিছিলে ছাত্রলীগনেতা সোহাগও ছিলেন। মিছিলে আসামীগণ তাদেরকে উদ্দেশ্য করে ঢিল ছুড়ে।

একে কেন্দ্র করে গত ২৪/০৪/২০১৮ইং মঙ্গলবার রাতে এক পর্যায় প্রতিপক্ষের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর (রাব্বীর) আপন ছোট ভাই সিঙ্গারবিল ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ আহম্মেদকে এলোপাতাড়িভাবে হামলা চালায় আসামী পক্ষের লোকজন।

আহত অবস্থায় থাকে স্থানীয়রা উদ্ধার করে পাশর্^বর্তী আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতলে নেওয়ার পরও সেখানে তার অবস্থা খারাপ দেখে সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়।

ঢাকা মেডিকেলে একটি চিকিৎসার পর সোহাগের হাতের রগ কেটে যাওয়ায় এবং তার অবস্থায় অপরিবর্তিত থাকায় তাকে রাজধানীর পঙ্গু হাসপাতলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে। বর্তমান অবস্থায় সে পঙ্গু হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জায় লড়েছে।

এ নিয়ে উপজেলা ছাত্রলীগ ছাত্রলীগ নেতা কর্মীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মোঃ সোহাগ আহমেদের চাচা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ একটি মামলা দায়ের করেছেন। তবে ঘটনার ২ দিন অবিবাহিত হলেও কোন আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রতিপক্ষের লোকজন গ্রেফতার না হওয়ায় ছাত্রলীগ নেতার ও পরিবার এবং রাজনৈতিক সহকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আর্শাদ এর সাথে কথা বললে তিনি জানান, এ ব্যাপারে থানা মামলা হয়েছে। তবে আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এবিএন/জহিরুল আলম চৌধুরী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত