![আজকের দিনের ইতিহাস: ২৭ এপ্রিল ২০১৮](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/27/ajker-itihash4_137081.jpg)
ঢাকা, ২৭ এপ্রিল, এবিনিউজ : আজ ২৭ এপ্রিল ২০১৮ এবং ১৪ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ শুক্রবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-
১০৬৪ খ্রিস্টাব্দের এই দিনে আল্প আরসালান সেলজুক রাজবংশের সুলতান হন ।
১৫২১ খ্রিস্টাব্দের এই দিনে পর্তুগালের নাবিক ফার্দিনান্দ মাজেলান নিহত হন।
১৫২৬ খ্রিস্টাব্দের এই দিনে বাবর দিল্লীর বাদশাহ হন এবং মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়।
১৫৬৫ খ্রিস্টাব্দের এই দিনে ফিলিপাইনে স্পেনের প্রথম উপনিবেশ “সেবু” স্থাপিত হয়।
১৬৬৭ খ্রিস্টাব্দের এই দিনে অন্ধ এবং দরিদ্র ইংরেজ কবি জন মিলটন তার প্যারাডাইজ লস্ট কাব্যের স্বত্ব ১০ পাউন্ডে বিক্রয় করেন।
১৭৫৯ খ্রিস্টাব্দের এই দিনে মেরি ওলস্টোনক্রাফট, অষ্টাদশ শতাব্দীর গুরুত্বপূর্ণ ইংরেজ লেখিকা এর জন্ম।
১৭৯১ খ্রিস্টাব্দের এই দিনে টেলিগ্রাফের আবিষ্কারকর্তা স্যামুয়েল মোরসের জন্ম।
১৮২০ খ্রিস্টাব্দের এই দিনে হার্বার্ট স্পেনসার ইংরেজ দার্শনিক এর জন্ম।
১৮২২ খ্রিস্টাব্দের এই দিনে ইউলিসিস এস. গ্রান্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টাদশ রাষ্ট্রপতি এর জন্ম।
১৮৮২ খ্রিস্টাব্দের এই দিনে বিখ্যাত মার্কিন লেখক ও চিন্তাবিদ রালফ ওয়ালদু এমারসন মৃত্যুবরণ করেন।
১৯০৮ খ্রিস্টাব্দের এই দিনে আধুনিক যুগে অলিম্পিকের চতুর্থ আসরের পর্দ ওঠে লন্ডনে।
১৯৩৬ খ্রিস্টাব্দের এই দিনে পাকিস্তানের টেস্ট ক্রিকেটার খালিদ ওয়াজিরের জন্ম। তিনি দেশের হয়ে দু’টি টেস্ট খেলেন।
১৯৫০ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেন ইসরাইল রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।
১৯৬০ খ্রিস্টাব্দের এই দিনে টুগো প্রজাতন্ত্র স্বাধীনতা লাভ করে।
১৯৬১ খ্রিস্টাব্দের এই দিনে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরালিওন বৃটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৬২ খ্রিস্টাব্দের এই দিনে জননেতা শেরে বাংলা একে ফজলুল হক ইন্তেকাল করেন।
১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে ঘানার রাষ্ট্রপতি কোয়ামে নক্রুমা-র মৃত্যু।
১৯৭২ খ্রিস্টাব্দের এই দিনে অ্যাপোলো ১৬ মহাকাশযান পৃথিবীতে ফিরে আসে।
১৯৭৩ খ্রিস্টাব্দের এই দিনে ইংল্যান্ডের স্পিনার জিম সিমস মৃত্যুবরণ করেন। ক্যারিয়ারে চারটি টেস্ট খেলেন তিনি।
১৯৭৭ খ্রিস্টাব্দের এই দিনে আফগানিস্তানে জেনারেল আব্দুল কাদের এক অভ্যুত্থানের মাধ্যমে ততকালীন প্রেসিডেন্ট দাউদ খানকে হত্যা করে পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতা নুর মোহাম্মদ তারাকিকে ক্ষমতায় বসান।
১৯৮৯ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৫০০ মানুষ নিহত হয়।
১৯৯২ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়া ও অন্যান্য প্রজাতন্ত্রগুলো আইএমএফ ও বিশ্বব্যাংকে যোগ দেয়।
২০০৫ খ্রিস্টাব্দের এই দিনে রাজনীতিবিদ আবদুস সামাদ আজাদ মৃত্যুবরণ করেন।
২০১০ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশী স্যাটেলাইট টিভি চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।
এবিএন/মাইকেল/জসিম/এমসি