![রাজশাহীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/27/banduk-judda-rab_137083.jpg)
রাজশাহী, ২৭ এপ্রিল, এবিনিউজ : রাজশাহীর চারঘাট উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে।
বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার হাজির ঢালান বিল এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
র্যাব-৫-এর উপ-অধিনায়ক মেজর এসএম আশরাফুল ইসলাম বলেন, এক দল ডাকাত হাজির ঢালান বিলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- খবর পেয়ে সেখানে অভিযান চালায় র্যাব। এ সময় ডাকাতরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে সেখান থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিসৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় র্যাবের ৪ সদস্যও আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, দুটি হাঁসুয়া এবং দুটি ছোরাসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথাও জানায় র্যাব।
এবিএন/সাদিক/জসিম