![পাকুন্দিয়ায় ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/27/atok2_137087.jpg)
কটিয়াদী (কিশোরগঞ্জ), ২৭ এপ্রিল, এবিনিউজ : কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা বাজার হতে ইয়াবা সম্রাট মো. এনামুল হাসান ওরফে নেতা রাজীব (৩৮)কে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।
গতকাল বৃহষ্পতিবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার এস আই মদন চন্দ্র সাহা এবং এ এস আই কামাল আহম্মেদ এর নেতৃত্বে ১৫০ পিস ইয়াবাসহ রাজীবকে আটক করেন। পাকুন্দিয়া থানার এ এস আই কামাল আহম্মেদ বাদী হয়ে পাকুন্দিয়া থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৯(খ)/২৫ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেনন।
রাজীব মঠখোলার দেবকান্দি (তালদশী) গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র।
এছাড়াও পলাতক তিন আসামী হলো- চরখামা গ্রামের শহীদুল্লার ছেলে কামাল হোসেন (৪৪), এগারসিন্দুর মৌলানা বাড়ীর বজলু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), চরদেওকান্দি গ্রামের মো. শাহাব উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (২৭)।
এবিএন/রাজীব সরকার পলাশ/জসিম/এমসি