শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রংপুরে নিখোঁজ যুবকের লাশ

রংপুরে নিখোঁজ যুবকের লাশ

রংপুর, ২৭ এপ্রিল, এবিনিউজ : রংপুরে একদিন আগে নিখোঁজ জুয়েল রানা (২৪) নামে যুবকের লাশ একটি ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিহত জুয়েল রানা রংপুর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের মেকুড়া নয়াটারী এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে এক কিলোমিটার দূরের একটি ভুট্টাক্ষেতে তার লাশ পাওয়া যায়।

রংপুর কেতোয়ালি থানার ওসি বাবুল মিঞা বলেন, বৃহস্পতিবার বিকালে মোটরসাইকেলে করে পাশের দেউতি বাজার যান জুয়েল। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকাল ৯টার দিকে স্থানীয়রা ভুট্টাক্ষেতে মাথা মাটি চাপা দেওয়া অবস্থায় জুয়েলের লাশ দেখতে পান। খবর পেয়ে তার স্ত্রী গিয়ে জুয়েলের লাশ শনাক্ত করেন।

তিনি বলেন, জুয়েলের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে তার মোটরসাইকেলটি পাওয়া যায়নি।

জুয়েলকে শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ভুট্টা ফেলে তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।

লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত