শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বিএনপির সবাই জার্সি বদল করা নেতা: হাছান

বিএনপির সবাই জার্সি বদল করা নেতা: হাছান

ঢাকা, ২৭ এপ্রিল, এবিনিউজ : তারেক রহমানের পাসপোর্ট ইস্যুই তার পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। আজ শুক্রবার সকালে শেরে বাংলা একে ফজলুল হকের ৫৬তম মৃত্যুবার্ষিকীতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, রাজনীতি প্রকৃতপক্ষে একটা ব্রত এটা বেশিরভাগ রাজনীতিবিদ ভুলে গেছে। ফুটবলে যেমন জার্সি বদল হয় ঠিক তেমনি রাজনীতিবিদরাও জার্সি বদল করেন। আজকে যারা বিএনপির নেতা তারা সবাই জার্সি বদল করা নেতা।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগে বামপন্থী রাজনীতি করতেন। সেই জার্সি বদল করে জাতীয়তা বাদী দলের নেতা হয়েছেন। বিএনপির মধ্যে ২ ধরনের নেতা আছেন। এদের কেউ কেউ হঠাৎ বিএনপির। আর কেউ কেউ বিএনপি করছেন লোভের কারণে।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের নমিনেশন চেয়েছেন পাননি। সেজন্য বিএনপিতে গেছেন। তারেক রহমানের জন্য তাদের বড় গলায় কথা। যে কিনা জন্মসূত্রে পাকিস্তানের লোক। এজন্য তিনি বাংলাদেশের পাসপোর্ট স্যালেন্ডার দিয়ে দিয়েছেন।

হাছান মাহমুদ আরো বলেন, ব্রিটেনে থাকার জন্য তিনি বাংলাদেশের পার্সপোর্ট দিয়ে দিয়েছেন। ব্রিটেনে থাকার ২টি পদ্ধতি রয়েছে। এক হচ্ছে ২ দেশের নাগরিক হয়ে থাকতে পারেন। অথবা শুধুমাত্র সেই দেশের প্রটেকশনের জন্য শুধুমাত্র সেখানকার নাগরিক হয়ে থাকতে পারেন। তারেক রহমান দ্বিতীয় পথটা বেছে নিয়েছেন। বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে ঐ দেশের প্রটেক্টেড চেয়ে আবেদন করেছেন। সুতরাং তিনি এখন আর বাংলাদেশের নাগরিক নন। জন্ম সূত্রে যদি তিনি নাগরিকত্ব দাবি করেন তাহলে পাকিস্তানের নাগরিকত্ব দাবিকরতে পারেন।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত