![সবকিছুতে সেনাবাহিনী, নির্বাচনে থাকবে না কেন: খসরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/27/khsru_137160.jpg)
ঢাকা, ২৭ এপ্রিল, এবিনিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে সেনাবাহিনী সবকিছুতে থাকবে শুধু নির্বাচনে থাকবে না কেন? শুধু নির্বাচন থেকে সেনাবাহিনীকে বাদ দেওয়ার উদ্দেশ্য কী? সেনাবাহিনী যে চারটি নির্বাচন পরিচালনা করেছে সেগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার ভিআইপি লাউঞ্জে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
খসরু বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, গুরুতর অসুস্থ। খালেদা জিয়াকে জেলে রেখে আওয়ামী লীগ নির্বাচনের নীল নকশা করেছে।
তিনি বলেন, তারেক রহমানের পাসপোর্ট নিয়ে রাজনীতি করে এটাকে লেজে গোবরে করে ফেলা হয়েছে। এতে আওয়ামী লীগের নিজেদের রাজনৈতিক দুর্বলতা প্রকাশ পেয়েছে। পাসপোর্ট নাগরিকত্বের সঙ্গে কোনো সম্পর্ক নেই। নাগরিকত্ব একজন মানুষের জন্মগত অধিকার।
তিনি বলেন, রাজনৈতিক আশ্রয়ের যে সংজ্ঞা ও নিয়মাবলি তা একটু পড়ে দেখবেন। আপনাদের পড়তে যদি অসুবিধা হয় আপনাদের পররাষ্ট্রমন্ত্রণালয়কে কাগজটি এনে পড়তে বলবেন।
খসরু বলেন, রাজনৈতিক আশ্রয় হচ্ছে স্বৈরতান্ত্রিক সরকারের অধীনে বড়বড় রাজনৈতিক নেতারা যারা নিগৃহীত হন, যাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়, তারা অন্য দেশে রানৈতিক অশ্রয় নিতে পারেন। যতোদিন রাজনৈতিক অধিকার ফিরে আসবে না, ততোদিন তিনি এভাবে থাকতে পারবেন। এর সঙ্গে নাগরিকত্ব-পাসপোর্টের কোনো সম্পর্ক নেই।
এবিএন/মমিন/জসিম