বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সিংড়ায় ইয়াবাসহ মা ও মেয়ে আটক

সিংড়ায় ইয়াবাসহ মা ও মেয়ে আটক

সিংড়া (নাটোর), ২৮ এপ্রিল, এবিনিউজ : নাটোরের সিংড়ায় ৫২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি মা ও মেয়েকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে পৌর শহরের চকসিংড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- পৌর শহরের সরকার পাড়া মহল্লার লুৎফর চৌকিদারের স্ত্রী আদরী বেগম (৪৫) ও তার মেয়ে একই মহল্লার মিজানুর রহমান এর স্ত্রী পুতুল (২২)।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানার এস.আই মাসুদ রানা, খাইরুজ্জামান, এ.এস.আই সেলিম ও ফারুক পৌর শহরের চকসিংড়া মহল্লায় (সিংড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এলাকা) অভিযান পরিচালনা করে আদরী বেগম ও তার মেয়ে পুতুলকে ৫২ পিস ইয়াবাসহ আটক করে।

এ বিষয়ে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

এবিএন/রাকিবুল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত