বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
কবিতা

সময়ের অস্থিরতা

সময়ের অস্থিরতা

সময়ের অস্থিরতা

....... পি.কে.রায়।

টাকায় ভোগ কিনে, আনে অহংকার;

অভাবের অবহেলা তাই চেনায় ঈশ্বর।

অসুন্দর চেনায় কভূ সুন্দরের আবাস,

ঝড়ো হাওয়া চেনায় ঐ নির্মল বাতাস।

বঞ্চনা শিখিয়ে দেয় আঁকতে সুখের আল্পনা,

সময়ের ঘূর্ণায়মান চক্রও আনে সেই জল্পনা।

চৈত্রের খরতাপে শুকায় যদি নদী,

আষাঢ়ের বারিধারায় ভরে সেই বেদি।

তীব্র শীতের অশনি সংকেতে কাঁপে বস্ত্রহীন মন,

বসন্তের ঝরা পাতায় ভরে ঘরের কোণ।

অসত্যের ডামা-ডোলে অতিষ্ঠ যদি ক্ষণ,

সত্য ও সুন্দরের পূজা হতে কতক্ষণ?

(সংগৃহীত)

এবিএন/নির্মল/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত