![ওষুধে যন্ত্রণা লাঘব হচ্ছে না খালেদা জিয়ার : ফখরুল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/fakrul_137295.jpg)
ঢাকা, ২৮ এপ্রিল, এবিনিউজ : খালেদা জিয়া ঠিকমত খেতে পারছেন না। আর মূল বিষয় হচ্ছে, তাঁর জন্য যে মেডিকেল টিম গঠন করা হয়েছে, তাঁরা যে ওষুধ দিচ্ছে সেই ওষুধ তাঁর রোগ ও যন্ত্রণা লাঘবে কোনো কাজে আসছে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করে এসে এই দাবি করেন। ফখরুল বলেন, পরিবেশটা পরিবর্তন করা প্রয়োজন। এজন্য আমরা বার বার তাঁর পছন্দমত ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করানোর দাবি জানাচ্ছি।
এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান কারাগারে প্রবেশ করেন।
এ সময় কয়েক দফা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি না দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘অসুস্থতার কারণে তিনি দেখা করতে পারেননি। এই কতদিন খালেদা জিয়া অসুস্থ ছিলেন, এখনও তিনি অসুস্থ আছেন। আর আজকে আমরা তাঁকে যা দেখেছি, এতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠেছি। তাঁর শরীর আসলেই অত্যন্ত খারাপ। এবং তিনি যে হাসপাতালে (ইউনাইটেড হসপিটালে) চিকিৎসার কথা বলেছেন, সেখানে রেখে তাঁর আশু চিকিৎসা প্রয়োজন।’
বিএনপি চেয়ারপারসনের চোখের সমস্যা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার ডান চোখটা লাল হয়ে গেছে। তাই আমি আগেও বলেছি, এখনও বলছি, সরকারের আর বিলম্ব না করে অবিলম্বে তিনি যে হাসপাতালে যেতে চেয়েছেন ইউনাইটেড হসপিটাল, সেখানে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া বিশেষভাবে প্রয়োজন। এটা সরকারের দায়িত্ব। আর যদি এর কোনো ব্যত্যয় ঘটে বা শারীরিক কোনো ক্ষতি হয় তার দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’
প্রায় সোয়া এক ঘণ্টা খালেদা জিয়ার সঙ্গে কথা হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া দেশবাসীর কাছে তাঁর সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন। আজ জাতি ও দেশের জন্য যে দু:সময় চলছে, তার যেন অবসান ঘটে এবং মানুষের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের আন্দোলন করে যেতে বলেছেন গণতন্ত্রের মুক্তির জন্য।
এবিএন/মমিন/জসিম