![গাইবান্ধায় ওয়ারেন্টভূক্ত মামলার আসামি গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/arrest_abnews_137307.jpg)
গাইবান্ধা, ২৮ এপ্রিল, এবিনিউজ : ওয়ারেন্টভুক্তসহ ৪ বছরের সাজাপ্রাপ্ত একাধিক মামলার আসামি শিপুল হাসান (২৮)কে পুলিশ গ্রেফতার করেছে।
গাইবান্ধা সদর থানা পুলিশ গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, শিপুল হাসান ওয়ারেন্টভুক্ত মামলা এবং ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মাদকদ্রব্য মামলা রয়েছে।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি