চাঁদপুর, ২৮ এপ্রিল, এবিনিউজ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, মানুষ না খেয়ে মরতে হয় না। তাই শেখ হাসিনার বাংলাদেশ অর্থনৈতিক মুক্তি পেয়েছে।
আজ শনিবার বিকালে চাঁদপুরের মতলব উত্তরের দূর্গাপুর ইউনিয়নের ঘাষিপুর পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারের বিগত চার বছরের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সামর্থ নিয়ে সন্দেহ রয়েছে। বিভিন্ন অপপ্রচার ও ভিত্তিহীন ইস্যু তুলে তারা নির্বাচন বয়কট করে তা বানচালের চেষ্টা করতে পারে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। আমরা অতি দ্রুত উন্নত দেশের স্বপ্ন দেখছি। তাই নির্বাচন নিয়ে বিদেশিদের কাছে নালিশ দিয়ে কাজ হবে না। বাংলাদেশের মানুষ তাদের জনপ্রতিনিধি বেছে নেয়ার সামর্থ অর্জন করেছে। তাই জনপ্রতিনিধি হতে হলে জনগণের কাছেই যেতে হবে, দেশের উন্নয়নের ইশতিহার নিয়ে জনগণের মন জয় করতে হবে।
দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের সরকারের সভাপতিত্বে ও উপজেলা ভাইস-চেয়ারম্যান আরিফুল ইসলামের পরিচালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি পাটওয়ারী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুছ প্রমুখ।
এবিএন/মমিন/জসিম