শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৫ মামলার আসামি নিহত

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৫ মামলার আসামি নিহত

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৫ মামলার আসামি নিহত

সাতক্ষীরা, ২৯ এপ্রিল, এবিনিউজ : সাতক্ষীরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আলী মোল্লা (৩৮) নামে ১৫ মামলার এক আসামি নিহত হয়েছে।

আজ রবিবার ভোর ৪টার দিকে সদর উপজেলার আঁগড়দাড়ি ইউনিয়নের আবাদেরহাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নবাব আলী মোল্লা সদর উপজেলার বকচরা গ্রামের মুজিত মোল্লার ছেলে।

পুলিশের দাবি, তার বিরুদ্ধে খুন, ডাকাতি, দস্যুতা, মোটরসাইকেল ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ বলেন, আবাদেরহাট এলাকায় নবারের অবস্থানের খবরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে নবাবের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ সময় কনস্টেবল আশিক ও কনস্টেবল তুহিন আহত হন।

ঘটনাস্থল একটি বিদেশি পিস্তল, গুলি, ৪টি রামদা উদ্ধারের কথাও জানায় পুলিশ।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত