মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo

ঢাকার কয়েকটি হাসপাতালের মর্গে মরদেহ তাজা রাখতে...

ঢাকার কয়েকটি হাসপাতালের মর্গে মরদেহ তাজা রাখতে...

ঢাকার কয়েকটি হাসপাতালের মর্গে মরদেহ তাজা রাখতে চা পাতা ব্যবহার হয়। বরফ যেন দীর্ঘক্ষণ ঠাণ্ডা থাকে, সেজন্য মর্গে লাশ তাজা রাখতে বরফের সঙ্গে চা পাতা মেশানো হয়। সেই পাতা দিয়ে নাকি ফুটপাতের অনেক দোকানে চা বানানো হয়। অভিযোগটা বেশ পুরনো।

মর্গের চা পাতা শুকিয়ে সরকারি হাসপাতালের কয়েক কর্মচারী ফুটপাতের দোকানিদের কাছে বিক্রি করেন। দোকানিরা সেসব পাতা দিয়ে চা বানিয়ে বিক্রি করছেন আমাদের কাছে! আমরা তা পান করে ক্লান্তি দূর করছি! কখনো কখনো এ চা পানের সময় অন্যকে স্বাস্থ্য সচেতন হওয়ার ‘পরামর্শ, উপদেশ’ দিচ্ছি।

চিকিৎসা বিজ্ঞান বলছে, মর্গে ব্যবহৃত পাতার তৈরি চা স্বাস্থ্যের জন্য ভয়ংকর ক্ষতিকর। বিজ্ঞান সতর্কতা দিয়ে দায় সেরেছে। এ ছাড়া এর করার কিছু নেই। কিছু যারা করতে পারেন, মানে মর্গের চা পাতা ‌প্রক্রিয়াজাত করে বিক্রি বন্ধ যারা করতে পারেন, তারা আছেন চুপ!

হাসান শান্তনু’র স্ট্যাটাস থেকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত