![খালেদা কারাগারে থাকা নিয়েও বিএনপি রাজনীতি করছে : সেতুমন্ত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/29/bcl_137426.jpg)
ঢাকা, ২৯ এপ্রিল, এবিনিউজ : বেগম খালেদা জিয়ার কারাগারে থাকা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রবিবার দুপুরে, টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সেতুমন্ত্রী বলেন, সরকার বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারে মানবিক। তার চিকিৎসার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন না করে, প্রধানমন্ত্রীর কাছে বিএনপির আবেদন করার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের।
এ সময় তিনি আরো বলেন, কোটা সংস্কার আন্দোলনে নিজেদের দুরভিসন্ধি বাস্তবায়নে ব্যর্থ হয়ে বিএনপি এখন নতুন নতুন ষড়যন্ত্রের পথ খুঁজছে।
সেতুমন্ত্রী বলেন, ‘এখনও অশুভ শক্তির তৎপরতা অব্যাহত। কোটা সংস্কার আন্দোলন নিয়ে নিজেদের রাজনৈতিক দুরভীসন্ধি বাস্তবায়নে ব্যর্থ হয়ে তারা এখন নতুন নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। বেগম খালেদা জিয়া কারাগারে আছেন, আদালতের দণ্ড নিয়ে। সেটা নিয়েও তারা রাজনীতি করছে।’
এবিএন/মমিন/জসিম