ঢাকা, ২৯ এপ্রিল, এবিনিউজ : তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেল খোলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, অপপ্রচারের অংশ হিসেবেই বেগম জিয়ার কণ্ঠ নকল করে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রিজভী বলেন, এটা সুস্পষ্ট প্রমাণ যে, সরকার জাল-জালিয়াতি করে চলছে, এটা ছাড়া তাদের কোনো উপায় নেই। বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের সাথে যে কথাগুলো বলেছেন সেই গুলোকে কাট করে নিয়ে এটা তৈরি করেছেন। তারা একটি সেল করেছেন, যেখান থেকে এই সব নোংরা অপ্রচার চালাচ্ছেন।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়াকে আমরা ছাত্রজীবন থেকে চিনি। তিনি কখনোই বাড়তি কথা বলেন না, অরুচিকর কথা বলেন না। তাদের সংস্কৃতি কত নিন্মমানের। দেশের বরেণ্য একজন নেত্রীর বক্তব্যগুলোকে কাট করে এমনভাবে সাজানো হয়েছে। মনে হচ্ছে তিনি তার পারিবারিক বিষয়ে বলছেন।
রিজভী বলেন, আমার ধারণা ছিল প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিতরা কাজ করে। কিন্তু তাদের মানসিকতা বস্তির চেয়েও নিম্ন মানের। উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে কাটিং পেস্ট করে ফেসবুকে ছড়াচ্ছে। এই নোংরা অপপ্রচার করছে। তাদের অন্তরে শিক্ষার কোনো আলো নেই। বাড়ির একটা বখাটে ছেলে যেমন ফেনসিডিল খায়, ছিনতাই করে, আওয়ামী লীগও তেমনি রাজনীতির বখাটে সন্তান।
এবিএন/মমিন/জসিম