বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
ইউসুফ আউলিয়া‘র কবিতা

আকাশ একটু হাসো

আকাশ একটু হাসো

আকাশ একটু হাসো

ইউসুফ আউলিয়া

আকাশ কেনো তুমি প্রিয়হারা প্রিয়ার মতো কাঁদো?

কোন মহাকালের দুঃখের ছাঁপ

তোমার গাঢ় তুতে রঙ ছড়ানো বুকে কে এঁকেদিলো ?

তাই বুঝি তোমার চোখে কাঁন্নার এতো আয়োজন

নাকি কারও বুকে এসেছে জোয়ার

স্বজনহারা গোপন ব্যথার ?

তাই তোমার বুকটা জুড়ে অন্ধকার কান্নার উৎসব।

আকাশ তুমি জানো?

তুমি কাঁদলে কে কে সীমাহীন কষ্ট পায়?

কষ্ট পায় মানুষ, পশু,পাখি, মাটির বুকে মিশে থাকা ছোট দূর্বা ঘাস

আর অসহায় হয়ে নুয়ে পড়ে কৃষকের দু'চোখের স্বপ্ন।

তুমি আর এভাবে কেঁদো না......

অনেক হয়েছে.........

একটু হাসো আকাশ, এবার একটু হাসো

তুমি হাসলে কষ্ট পাওয়া প্রাণ গুলোও হাসবে।

(সংগৃহীত)

এবিএন/নির্মল/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত