![‘গাজীপুর সিটি নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে’](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/29/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_137445.jpg)
গাজীপুর ২৯ এপ্রিল, এবিনিউজ: গাজীপুরের পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেছেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদকে প্রত্যাহারের দাবি জানিয়ে রিটানিং অফিসারের কাছে আবেদন করা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
আজ রবিবার সকালে গাজীপুর সিটি নির্বাচন উপলক্ষে টঙ্গী থানা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও গাজীপুর সিটি নির্বাচনের প্রধান সমন্বয়ক ড. খন্দকার মোশারফ হোসেন এ কথা বলেন।
তিনি বলেন, গাজীপুর মহানগর জামায়াত আমির এস এম সানাউল্লাহ মেয়র পদে তার প্রার্থীতা প্রত্যাহার করে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারকে সমর্থন দেয়। এ কারনে সানাউল্লাহসহ ২০ দলীয় জোটের ৪৫ নেতাকর্মীকে গত শুক্রবার সকালে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করে।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি, এবং নির্বাচনকালিন নিরপেক্ষ সরকার নিশ্চিত করতে হবে। তাহলেই বিএনপি নির্বাচনে অংশ নেবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ২০ দলীয় জোট মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার, বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম ও জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন সরকার প্রমুখ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও গাজীপুর সিটি নির্বাচনের প্রধান সমন্বয়ক খন্দকার মোশারফ হোসেন বলেন, শারীরিক অসুস্থতা ও নির্বাচনী আচরণবিধির কারণে গাজীপু সিটি মেয়র এম এ মান্নান নির্বাচনী প্রচারণায় অংশ নিতে না পারলেও তার নির্দেশে আত্মীয় স্বজন ও নেতা কর্মীরা ধানের শীষের পক্ষে নির্বাচনী মাঠে রয়েছেন।
এবিএন/আলমগীর হোসেন/জসিম/তোহা