বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আজকের দিনের ইতিহাস: ৩০ এপ্রিল ২০১৮

আজকের দিনের ইতিহাস: ৩০ এপ্রিল ২০১৮

ঢাকা, ৩০ এপ্রিল, এবিনিউজ : আজ ৩০ এপ্রিল ২০১৮ এবং ১৭ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, রোজ সোমবার। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। abnews24.com এর সৌজন্যে এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

  • ১০৩০ সালের এই দিনে গজনীর সুলতান মাহমুদের ইন্তেকাল।

  • ১৪৯২ সালের এই দিনে স্পেন ক্রিস্টোফার কলম্বাসকে নতুন এলাকা অনুসন্ধানের অনুমোদন দেয়।

  • ১৭৭৭ সালের এই দিনে জার্মানীর গনিতজ্ঞ ও জ্যোতিষশাস্ত্রবিদ জন কার্ল ফেড্রিক গাউস জন্মগ্রহণ করেন।

  • ১৭৮৯ সালের এই দিনে জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হন।

  • ১৮৩৪ সালের এই দিনে লেখক ও কীটতত্ত্ববিদ জন লবকের জন্ম।

  • ১৮৩৮ সালের এই দিনে নিকারাগুয়া সেন্ট্রাল আমেরিকান ফেডারেশন থেকে স্বাধীনতার ঘোষণা দেয়।

  • ১৮৬৩ সালের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় নৌ বাহিনীকে ব্রিটিশ অ্যাডমিরাল্টির অধিনস্থ করা হয়।

  • ১৮৭০ সালের এই দিনে অবিভক্ত ভারতের চলচ্চিত্র পথিকৃৎ দাদা সাহেব ফালকের জন্ম।

  • ১৮৯৪ সালের এই দিনে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয়।

  • ১৯১৬ সালের এই দিনে ক্লদ শ্যানন, মার্কিন গণিতবিদ, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলী ও বিজ্ঞানী এর জন্ম

  • ১৯৩৯ সালের এই দিনে এমপায়ার স্টেট বিল্ডিং থেকে প্রথম জনসমক্ষে টেলিভিশন সম্প্রচার করা হয়।

  • ১৯৪৩ সালের এই দিনে লেখক ও সমাজতন্ত্রী বিয়াট্রিস ওয়েবের মৃত্যু।

  • ১৯৪৩ সালের এই দিনে অটো ইয়েসপার্সেন, একজন ডেনীশ ভাষাবিজ্ঞানী এবং ইংরেজি ব্যাকরণ বিশেষজ্ঞ এর মৃত্যু।

  • ১৯৪৫ সালের এই দিনে চূড়ান্ত পরাজয়ের পূর্বে ভূ-গর্ভস্থ বাঙ্কারে এডলফ হিটলার আত্মহত্যা করেন।

  • ১৯৫৬ সালের এই দিনে জার্মানীর কবি লেখক ও চিত্র পরিচালক বেরতোল্ট ব্রেচ্‌ড পূর্ব বার্লিনে মৃত্যুবরণ করেন।

  • ১৯৮২ সালের এই দিনে কিয়ের্স্টেন ডান্‌স্ট, একজন মার্কিন চলচ্চিত্রাভিনেত্রী এর জন্ম

  • ১৯৭৫ সালের এই দিনে উত্তর ভিয়েতনাম ও ভিয়েত কং মুক্তি বাহিনীর কাছে সায়গলের তাঁবেদার সরকার বিনাশর্তে আত্মসমর্পণ করে।

  • ১৯৭৬ সালের এই দিনে বাংলাদেশ-পাকিস্তান প্রথম বাণিজ্য চুক্তি স্বাক্ষর।

  • ১৯৮৭ সালের এই দিনে ভারতের ক্রিকেটার রোহিত শর্মার জন্মগ্রহণ।

  • ১৯৯৩ সালের এই দিনে টেনিস তারকা মনিকা সেলেসকে জার্মানির হামবুর্গ শহরে ছুরিকাঘাত করা হয়।

  • ২০০১ সালের এই দিনে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ওয়াহিদ ইমপিচমেন্টের সম্মুখীন।

  • ২০০৫ সালের এই দিনে নেপালের রাজা জ্ঞানেন্দ্র দেশটিতে জরুরী অবস্থা ঘোষণা করেন।

এবিএন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত