![খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ আইনি লড়াই: কাদের](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/30/kader_abnews_137481.jpg)
ঢাকা, ৩০ এপ্রিল, এবিনিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আইনি লড়াই ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আর কোনো পথ নেই।
তিনি আজ সোমবার রাজধানীর হোটেল র্যাডিসনে মেট্রোরেল নির্মাণ প্রকল্পের ৫ ও ৬ নম্বর প্যাকেজের আওতায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ভায়াডাক্ট স্টেশন নির্মাণকাজের জন্য চুক্তি সই অনুষ্ঠানে এসব বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদাসীনতা বা গাফিলতির কোনো সুযোগ নেই বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।
নির্বাচনের আগে আওয়ামী লীগ খালেদা জিয়াকে মুক্তি না দেয়ার কৌশলে রয়েছে -বিএনপির এমন অভিযোগের জবাবে কাদের বলেন, সরকার খালেদা জিয়াকে তো জেলে রাখছে না, রাখছে আদালত। আদালতে তারা ফাইট করুক।
তিনি আরো বলেন, তারা এখন আন্দোলন আন্দোলন করছে, আন্দোলনে কেউ সাড়া দেবে না। আন্দোলনে সাড়া দেয়ার সময়ও নেই। সময় অনেক পেরিয়ে গেছে। আর জনগণ এখন নির্বাচনের মুডে আছে, তারা ডাক দিচ্ছে অান্দোলনে। বেগম জিয়ার ব্যাপারটায় তারা আইনিভাবে গেলে ভালো করবে। আইনি লড়াই ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করার দ্বিতীয় কোনো পথ নেই।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করছে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, চিকিৎসকদের মেডিকেল বোর্ড বেগম জিয়াকে দেখেছেন। বিএনপি নেতারা যেভাবে কথা বলছেন, চিৎকার করছেন আমার কাছে মনে হচ্ছে তারা বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়েও রাজনীতি করছে। এখানে চিকিৎসাটা দরকার, সে ব্যাপারে সরকারের কোনো গাফলতি হবে না। তবে তারা মনে হয় রাজনীতি শুরু করছে।
কাদের বলেন, জাতীয়তাবাদী চিকিৎসক দল থেকে যদি সার্টিফাই করা হয় তাহলে তো হবে না। এখানে চিকিৎসক যারা আছেন তাদের কোনো দলীয়র পরিচয় নেই। তাদের যে দু’জন বারবার সার্টিফাই করছেন দু’জনই কিন্তু তাদের দলীয় চিকিৎসক। তারা রাজনীতির টোন আমরা বুজতে পারছি।
এবিএন/মাইকেল/জসিম/এমসি