![কালীগঞ্জে বৃদ্ধা হত্যাকান্ডের প্রধান আসামি গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/30/arrest_abnews_137485.jpg)
ঝিনাইদহ, ৩০ এপ্রিল, এবিনিউজ : ঝিনাইদহের কালীগঞ্জে বৃদ্ধা মিলা রাণী দাস হত্যাকান্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার মূল আসামি আনিসুর রহমান আনিস (৪০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল রবিবার রাতে অভিযান চালিয়ে শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। আনিস কালীগঞ্জে চাপালী গ্রামের সর্দার পাড়ার বদরুদ্দীন ওরফে বদুর ছেলে।
আজ সোমবার সকালে সাংবাদিকদের ওসি মিজানুর রহমান খান জানান, তুচ্ছ ঘটনায় মিলা রানী দাসকে হত্যা করা হয়েছে।
ওসি আরো জানান, আসামির দেয়া স্বীকারোক্তি মোতাবেক হত্যাকাজে ব্যবহৃত একটি হাসুয়া ও একটি কোদালের আছাড়ি উদ্ধার করা হয়েছে। যেগুলি হত্যাকাজে ব্যবহৃত হয়েছিল। আরো তথ্য উদ্ধারের জন্য আদালতে আসামির বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল (শনিবার) বিকেলে উপজেলার শিবনগর দাস পাড়ার মল্লিক চন্দ্র দাসের স্ত্রী মিলা রানী দাস (৭০) ওই এলাকার শ্মশান ঘাটে চিত্রা নদীতে গোসল করতে যান। গোসল শেষে ফেরার পথে বিল্লালের আখের চাষাবাদকৃত জমির উপর মিলা রানীকে হত্যা করা হয়।
এ ঘটনায় গতকাল রবিবার (২৯ এপ্রিল) সকালে নিহতের ছেলে বেজেন কুমার দাস ওরফে সাগর বাদি হয়ে আনিসুর রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এবিএন/যবনিকা/জসিম/এমসি