![গাজীপুরের পুলিশ সুপারকে নিয়ে আপত্তি বিএনপি’র](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/30/rizvi_abnews_137489.jpg)
ঢাকা, ৩০ এপ্রিল, এবিনিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পাঁচ বছর ধরে গাজীপুরে একজন এসপি কীভাবে টিকে আছে? তার নামে অজস্র অভিযোগ থাকার পরও সরকার তাকে সরাচ্ছে না কেন?
আজ সোমবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের বিষয় এক সংবাদ সম্মেলনে এসে এসব প্রশ্ন রাখেন তিনি।
তিনি বলেন, গাজীপুরে নির্বাচন ঘিরে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘর হামলা, দোকানপাট ভেঙে ফেলাসহ নির্বিচারে গ্রেফতার করে গাজীপুরে দুঃশাসনের এক প্রতীক হয়ে উঠেছেন এসপি হারুন।
খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতাদের প্রচারে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।
তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দুই সিটির স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনী প্রচার চালাচ্ছেন। এই অপরাধে রাতে তাদের বাসায় বাসায় হানা দিয়ে গ্রেফতার, ক্রসফায়ারের হুমকি এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে আইনশৃঙ্খলা বাহিনী।
রাজধানীতে বৈঠককালে বিএনপির ২০ নেতাকর্মীকে গ্রেফতারের নিন্দা জানিয়ে রিজভী বলেন, খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে দমন করার জন্যই প্রতিদিনই আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে।
বিএনপির মুখপাত্র দাবি করেন, খালেদা জিয়া আদালতের রায়ের কারণে নয়, শেখ হাসিনার প্রতিহিংসার কারণে কারাগারে বন্দি। এটিই সর্বজনস্বীকৃত। আদালতের মাধ্যমে একটি আনুষ্ঠানিকতা করা হয়েছে মাত্র।
এবিএন/মাইকেল/জসিম/এমসি