লক্ষ্মীপুর, ৩০ এপ্রিল, এবিনিউজ : লক্ষ্মীপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৩ ড্রাম বাগদা চিংড়ি রেনু পোনাসহ ১টি ইঞ্জিলচালিত নৌকা জব্দ করেছে কোস্টগার্ড।
আজ সোমবার ভোর রাতে সদর উপজেলার সাহেবের চর এলাকায় অভিযান চালিয়ে এ চিড়িং পোনা আটক করা হয়। পরে মজুচৌধুরীরহাট কোষ্টগার্ড প্লাটুন এলাকায় মেঘনা নদীতে মাছগুলো অবমুক্ত করা হয়।
কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাহেবের চর এলাকায় কোষ্টগার্ড অভিযান চালিয়ে ১৩ ড্রাম চিংড়ি রেনু পোনা আটক করা হয়েছে। এসময় ১টি ইঞ্জিলচালিত নৌকা জব্দ করা হয়। আটককৃত বাগদা চিংড়ি পোনা ও জব্দকৃত মালামালের বাজার মুল্য ৬ লক্ষ টাকা। পরে মেঘনা নদীতে মাছগুলো অবমুক্ত করা হয়।
উল্লেখ্য, ২০০০ সালের ২১ সেপ্টেম্বর মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় দেশের উপকুলীয় মেঘনা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ধরা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। এ নিষেধাজ্ঞা অমান্য করলে জেল-জরিমানা ও অর্থদন্ডের বিধান রয়েছে
এবিএন/অ আ আবীর আকাশ/জসিম/এমসি