![তরুণ তরুণীরা জেনে রাখ– ব্যর্থতা বলে কিছু নাই](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/30/fazlul-haq_137529.jpg)
ফজলুল হক, ৩০ এপ্রিল, এবিনিউজ : (এক). আমি ভোরে বিছানা থেকে উঠি। নামাজ পড়ি আর হাঁটাহাঁটি করি। একা থাকি। কারো সাথে কথা বলিনা। মন ফ্রেশ রাখার এটা ভাল উপায়। এ সময়ে কেউ আমার সাথে যোগাযোগ করেনা। সেদিন ভোর বেলায় এক তরুণ এসে উপস্থিত। বললেন, স্যার, আমি এক গরীব ঠিকাদার। ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার মার্কা ঠিকাদার। আমি জানি, আপনি এ সময়ে কাউকে আশা করেন না। কিন্তু এই সময়ে আমি আপনাকে মনের কথাটা বলতে চাই। আমি বল্লাম, বলুন। তিনি বললেন, স্যার, আপনি শতে একশ ভাগ ব্যর্থ কোন মানুষ দেখেছেন? আমি বলি, একশত ভাগ ব্যর্থ কোন মানুষ দুনিয়াতে নাই। মানুষের কোন না কোন সাফল্য থাকে। তিনি বল্লেন, স্যার, আপনি ভোর বেলায় হানড্রেড পারসেন্ট ব্যর্থ মানুষ আমাকে দেখলেন। দেখুন, আজ আপনার দিন কেমন যায়। (আমি হাসি– কোন কোন ফেইলিউর ইজ বেটার দ্যান সাকসেস) আমি বল্লাম, আমি “জ্বীন”– দের সাথে কথা বলতে পারি। আপনার ব্যাপারে ওদের সাথে কথা বলে দেখব? ওরা ভোর বেলায় ডাকলে চট্ করে আসে। তিনি হাসলেন, কথা বলে দেখতে পারেন স্যার। স্যার কি ঠাট্টা করছেন? স্যার, রাগ করবেননা। কথা বলে উনাকে জানালাম। বল্লাম, আপনি আপনার বেশভূষা বদলে ফেলুন। যে জামা গায়ে দিয়েছেন, তা কবে কিনেছেন? বল্লেন, দুই বছর আগে। আমি বলি, সব ফেলে দেন। আপনাকে কিছু টাকা দিচ্ছি। এক জোড়া স্যুট বানান। ওয়েল ড্রেসড্ হলে সাফল্য ধরা দিবে। কথাটা উনার বিশ্বাস হচ্ছেনা। আমি বলি, আমার উপর যদি আস্থা না থাকে, তাহলে আমার কাছে কেন এসেছেন? আমাকে দেখে আপনার কি মনে হয় আমি আপনাকে মিসগাইড করছি? তিনি আমতা আমতা করে বলেন, স্যার, আমি জ্বীনে বিশ্বাস করিনা। জ্বীন নাই। আমি তাকে বলি, আমি সব কিছুতে বিশ্বাস করি। আপনি জ্বীন বা জ্বীনের কথায় বিশ্বাস না করেন, অসুবিধা নাই, শেখ সাদীর কথা মানেন? তিনি হাত জোড় করে বলেন, স্যার, স্যার– শেখ সাদী (রহ